ভর্তির পূর্ব শর্ত ও নিয়ম-কানুন সমূহ




০১। ভর্তির ফরম এর মূল্য ১০০/- টাকা প্রদান করিয়া ফরম নিতে হবে।
০২। ভর্তির জন্য ২ কপি পার্সপোর্ট সাইজের রঙ্গীন ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও শিক্ষাগত
     যোগ্যতার সনদ এর ফটোকপি জমা দিতে হবে।
০৩। ভর্তির সময় ১৬০০/- টাকা জমা দিতে হবে (শুধুমাত্র অফিস প্রোগ্রামের জন্য)। অন্যথায় ভর্তি
      বাতিল বলে গণ্য হবে। অন্যান্ন কোর্সের জন্য ভিন্ন ভিন্ন ভর্তি ফি জমা প্রদান করতে হবে।
০৪। ভর্তির ফি প্রদানের পর হতে পরবর্তী মাসের ঐ তারিখ পর্যমত্ম ১মাস ধরে প্রতি মাসের কোর্স ফি
    বাবদ ১০০০/- (এক হাজার) টাকা করে মাসিক প্রদান করতে হবে। (শুধুমাত্র অফিস প্রোপ্রামের
    জন্য) আর অন্যান্ন কোর্সের মাসিক ফ্রি প্রশিক্ষকের সাথে আলোচনা করে নিতে হবে।
০৫। প্রতি মাসের টাকা প্রতি মাসের ১ হতে ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। অন্যথায় ছত্র-
      ছাত্রীদের ক্লাস করতে দেওয়া হবে না।
০৬। প্রত্যেক ছাত্র-ছাত্রী ফরম পূরনের সময় অবশ্যই পিতা-মাতার এবং নিজেস্ব সচল মোবাইল নম্বর
     দিয়ে ফরমের নির্ধারিত স্থান পূরন করতে হবে।
০৭। ভর্তির সময় অবশ্যই তাহাকে অত্র এলাকায় চেনে এমন একজনের নাম ও সচল মোবাইল নম্বর
    দিয়ে ফরমের পরিচিতার নাম অংশটি পূরন করতে হবে।
০৮। ক্লাস শুরম্নর পর প্রশিক্ষক কে না বলে অনুপস্থিত থাকা যাবে না, যদি অনুপস্থিত থাকা জরম্নরী হয়
তবে প্রশিক্ষক কে বলে অনুপস্থিত থাকতে হবে। অণ্যথায় একমাস না বলে অনুপস্থিত থাকলে তার ভর্তি বতিল বলে গণ্য করা হবে এবং সে পূনরায় ক্লাস করতে চাইলে পূর্বের নেয় ভর্তি ফি
প্রদান করে নতুন করে ভর্তি হতে হবে।
০৯। ক্লাস চলাকালীন সময় মোবাইলে কথা বলা যাবে না। (পরিবার হলে প্রযোজ্য)
১০। ক্লাস টাইম ব্যতিত অন্য সময় ক্লাস করা যাবে না এবং পরিবর্তনও করা যাবে না। যদি অতিবো
     অসুবিধে হয় তাহলে প্রশিক্ষএর সাথে আলোচনা করে নিতে হবে।
১১। প্রশিক্ষন এর সময় অবশ্যই ডায়েড়ি ও কলম ব্যবহার করতে হবে। অন্যথায় ক্লাস মিস করলে
      তার জন্য প্রশিক্ষক দায় গ্রহন করবে না।
১২। কোন ছাত্র-ছাত্রী যদি নিজ গাফুলতিতে ক্লাসে অমোনযোগী থাকে তার জন্য সে ঐ  ক্লাসের
     লেকচার পূনরায় পাবে না।
১৩। কোন ছাত্র-ছাত্রী যদি ৩ (তিন) মাসের মধ্যে কোর্স শেষ না করতে পারে তাহলে তাকে অতিরিক্ত 
     প্রতি মাসের জন্য ১০০০/- করে প্রদান করে যেতে হবে।
আদেশক্রমে -
‘‘ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার

Post a Comment

0 Comments