উচ্চ আদালতের কোন আদেশ কিংবা নির্দেশনা না দেখিয়ে মেয়র মান্নানের জামিন লাভ : পিপি

উচ্চ আদালতের কোন আদেশ কিংবা নির্দেশনা না দেখিয়ে মেয়র মান্নানের জামিন লাভ : পিপি

টঙ্গী থেকে রেজাউল কবির রাজিব।

তারিখঃ ২২.০৪.২০১৭।  মোবাইল নং- ০১৮১৮১৯৯৮৬২


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ উচ্চ আদালতের কোন আদেশ কিংবা নির্দেশনা না দেখিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়র মান্নানের জামিন লাভের ঘোরতর আপত্তি করেছেন রাষ্ট্র পক্ষের বিজ্ঞ পিপি। তার দেয়া বক্তব্যে তিনি বলেন আসামী মেয়র মান্নানের নাম এজাহারে না থাকিলেও মামলার তদন্তকারী কর্মকর্তা তাহার বিরুদ্ধে আনীত ১৯০৮সনের এক্সপ্লোসিভ সাবস্টেনসেস এ্যাক্ট এর ৩/৪ধারার অভিযোগের প্রাথমিক সত্যতা পাইয়া অভিযোগ পত্র দাখিল করিয়াছে। আসামী মাননীয় উচ্চ আদালতে হইতে অন্তবর্তীকালীন জামিন লাভ করিলেও অত্র মামলায় ঠিকমত হাজির হন নাই। এমনকি মাননীয় উচ্চ আদালতের কোন আদেশ কিংবা নির্দেশনা আসামী পক্ষ দেখাইতে পারে নাই। শুধুমাত্র একটি এ্যাডভোকেট সার্টিফিকেট দাখিল করিয়াছে। এ্যাডভোকেট সার্টিফিকেট দাখিল করে জামিনে মুক্তি দেওয়া যুক্তিসংগত নয় মর্মে জামিন না মঞ্জুরের প্রার্থনা করেন।



উল্লেখ্য,গত ১৩এপ্রিল সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল গাজীপুর এ.কে.এম এনামুল হকের আদালতে আসামী অসুস্থ্য মর্মে দাবী করা হইলে সার্বিক বিবেচনায় আসামীর অসুস্থার জন্য তাহাকে পঞ্চাশ হাজার টাকার সমাংকে মুচলেকা ও বন্ডে বিজ্ঞ আইনজীবীসহ স্থানীয় জামিনদারের জিম্মায় আগামী ৩০ এপ্রিল তারিখ পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন প্রদান করেন।

Post a Comment

0 Comments