কম্পিউটারের পূর্ণাঙ্গ শ্রেণীবিভাগ

 নিচে কম্পিউটারের পূর্ণাঙ্গ শ্রেণীবিভাগ দেখানো হলো :


➧ What is Analog Computer? এনালগ কম্পিউটার কি?


যে কম্পিউটার একটি রাশিকে অপর একটি রাশির সাপেক্ষে পরিমাপ করতে পারে,তাই এনালগ কম্পিউটার। এটি উষ্ণতা বা অন্যান্য পরিমাপ যা নিয়মিত পরিবর্তিত হয় তা রেকর্ড করতে পারে মোটর গাড়ির বেগ নির্ণায়ক যন্ত্র এনালগ কম্পিউটারের 
একটি উৎকৃষ্ট উদাহরণ

➧ What is Digital Computer?ডিজিটাল কম্পিউটার কি?
ডিজিটাল কম্পিউটার দুই ধরনের বৈদ্যুতিক ভোল্টেজ দ্বারা সকল কিছু প্রকাশ করা হয়। ভোল্টেজের উপস্থিতিকে  এবং অনুপস্থিতিকে  দ্বারা প্রকাশ করা হয় এটি যে কোন গণিতের যোগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এবং বিয়োগ,গুণ  ভাগের মতো অন্যান্য অপারেশন সম্পাদন করে। আধুনিক সকল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার

➧ What is hay bread Computer? হাইব্রিড কম্পিউটার কি?

হাইব্রিড কম্পিউটার হলো এমন একটি কম্পিউটার যা এনালগ  ডিজিটাল কম্পিউটারের সর্বোত্তম বৈশিষ্ট্যগুলোর সমন্বয়ে গঠিত। এটি বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহার করা হয়। সুতরাং বলা যায়প্রযুক্তি  ভিত্তিগত দিক থেকে এনালগ  ডিজিটাল কম্পিউটারের আংশিক সমন্বয়ই হচ্ছে হাইব্রিড কম্পিউটার। সাধারণত হাইব্রিড কম্পিউটারে তথ্য সংগ্রহ করা হয় অ্যানালগ পদ্ধতিতে এবং গণনা করা হয় ডিজিটাল পদ্ধতিতে। যেমন আবহাওয়া দপ্তরে ব্যবহৃত হাইব্রিড কম্পিউটার অ্যানালগ পদ্ধতিতে বায়ুচাপ,তাপ ইত্যাদি পরিমাপ করে ডিজিটাল পদ্ধতিতে গণনা করে আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকে

➧ What is Mainframe Computer? মেইনফ্রেম কম্পিউটার কি?

মিনি কম্পিউটার যে কম্পিউটার টার্মিনাল লাগিয়ে প্রায় এক সাথে অর্ধ শতাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে তাই মিনি কম্পিউটার। এটা শিল্প-বাণিজ্য  গবেষণাগারে ব্যবহার করা হয়ে থাকে।যেমন – pdp-11, ibms/36, ncrs/9290, IBM 9375.

➧ What is Micro Computer? মাইক্রো কম্পিউটার কি?

মাইক্রো কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বা পিসি বলেও অভিহিত করা হয়। ইন্টারফেস চিপ (Mother Board) , একটি মাইক্রোপ্রসেসরসিপিইউর‌্যামরমহার্ডডিস্ক ইত্যাদি সহযোগে মাইক্রো কম্পিউটার গঠিত হয়। দৈনন্দিন জীবনের সর্বক্ষেত্রে  কম্পিউটারের ব্যবহার দেখা যায়। ম্যকিনটোস আইবিএম পিসি  ধরনের কম্পিউটা।

➧ What is Supper Computer? সুপার কম্পিউটার কি?

আধুনিক সুপার কম্পিউটার এর ছবি অত্যন্ত শক্তিশালী  দ্রুতগতিসম্পন্ন কম্পিউটারকে সুপার কম্পিউটার বলে।  কম্পিউটারের গতি প্রায় প্রতি সেকেন্ডে  বিলিয়ন ক্যারেক্টর। কোনো দেশের আদমশুমারির মতো বিশাল তথ্য ব্যবস্থাপনা করার মতো স্মৃতিভাণ্ডার বিশিষ্ট কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার। CRAY 1, supers xll  ধরনের কম্পিউটার

➧ What is Tab-late Computer? ট্যাবলেট কম্পিউটার কি?

ট্যাবলেট কম্পিউটার এক ধরণের মাইক্রো কম্পিউটার। যা পাম টপ কম্পিউটার নামে পরিচিত। এটি স্পর্শপর্দা সম্বলিত প্রযুক্তি। এটি এনড্রয়েড এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলে



Post a Comment

0 Comments