Introduction of Keyboard, কি- বোর্ড পরিচিতি

Introduction of Keyboardকিবোর্ড পরিচিতিঃ


কী-বোর্ডে ৮৪ থেকে ১০১টি বা কোন কোন কী-বোর্ডে ১০২টি কী আছে। ব্যবহারের উপর ভিত্তি করে কী-বোর্ডকে মোটামুটি ৫টি ভাগে ভাগ করা যায়।
(
ফাংশন কী।
(
অ্যারো কী।
(
আলফা বেটিক কী।
(
নিউমেরিক কী বা লজিক্যাল কী।
(
বিশেষ কী

➤What is Function Key? ফাংশন কি?

কী বোর্ডের উপরের দিকে বাম পার্শ্বে F1 থেকে F12 পর্যন্ত যে কী গুলো আছে এদরকে ফাংশন কী বলে। কোন নির্দিষ্ট কাজ করা যায় বলে একে ফাংশন কী বলে। যেমন কোন প্রোগ্রামের জন্য help, অথবা কোন প্রোগ্রাম রান করানো ইত্যাদি কাজে এই কী এর ব্যবহার করা হয়

What is Arrow Key? অ্যারো কি?

কী বোর্ডের ডান দিকে নিচে পৃথক ভাবে চারটি কী আছে। কোন কোন কী বোর্ডে উপরের দিকেও থাকে। কীগুলোর উপরে অ্যারো বা তীর চিহ্ন দেওয়া থাকে। যা দিয়ে খুব সহজেই কার্সরকে ডানেবামেউপরে এবং নীচে সরানো যায়। এগুলিকে আবার এডিট কী বলে। কারণ টেক্স এডিট করার কাজেও  কীগুলো ব্যবহার করা হয়

➤What is Alphabetic Key? আলফা বেটিক কি?

কী বোর্ডের যে অংশে ইংরেজী বর্ণমালা A খেকে Z পর্যন্ত অরগুলো সাজানো থাকে সেই অংশকে আলফাবেটিক সেকশন/অংশ বলে

➤What is Numeric/Logic Key?  নিউমেরিক কী বা লজিক্যাল কি?

কীবোর্ডের ডানদিকে  থেকে  পর্যন্ত সংখ্যা লেখা যে কীগুলো রয়েছে তাকে নিউমেরিক কী বলে। এখানে +, -, *, / প্রভৃতি অ্যারিথমেটিক অপারেটর থাকে। এছাড়াও <, >, = লজিক্যাল অপারেটরগুলো কী বোর্ডে থাকে

➤What is Special Key? বিশেষ কি?

উল্লেখিত কী গুলো ছাড়া কী-বোর্ডের অন্যান্য কী সমূহ কোন না কোন বিশেষ কার্য সম্পাদন করে বলে এদেরকে বিশেষ কী বলা হয়। নিম্নে বিশেষ কী সমূহ সম্পর্কে সংপ্তি বর্ণনা দেওয়া হলো

Post a Comment

0 Comments