How to First My Computer / PC?? (কিভাবে
আমার কম্পিউটারকে দ্রুতগতিসম্পূর্ণ করা যায়?)
⏯আমাদের সকলের
একটি চাওয়া তাকে যে কি করে আমার কম্পিউটারটির কাজের গতী বৃদ্ধি করা যায়।এই গতি বৃদ্ধির
জন্য কিছু সাধারণ টিপ্স এন্ড ট্রিক্স আপনাদের সামনে আমি মোঃ সাইফুল ইসলাম তুলে ধরলাম।
জানি না কতটুকু কাজ করবে। কিন্তু আমি বিশ্বাস করি যে, আপনি যদি আপনার হাত-মুখ প্রতিদিন
পাঁচ থেকে ছয় বার পানি দিয়ে দোন তাহলে আপনার হাত-মুখে ময়লা বরবে না আর আপনাকে দেখতে
অনেক সুন্দর লাগবে। ঠিক তেমনি আমরা কম্পিউটার এর কিছু অপ্রয়োজনীয় ফাইল যদি প্রতিদিন
পাঁচ থেকে ছয় বার খালি করি তাহলে মনে হয় আমাদের কম্পিউটারও ভাল চলবে ও গতি বৃদ্ধি পাবে।
তহারে চলুন দেখি যে কি কি লেখা লিখে কোথায় হতে তা পরিক্ষার করবো।
⏯ Start Manu তে চাপলে All Programs / All Apps নামক অপশন আসবে এখান হতে রান খুজে না পেলে
কিবোর্ড হতে Windrows + R চাপতে হবে ।
তখন নিচের চিত্রটি দেখা যাবে।
⏯উপরের চিত্র হতে Recent সিলেক্ট করে Enter চাপলাম , তখন নিচের এই চিত্রটি এসে স্ক্রনে হাজির হয়েছে।
·
⏯এখান কিবোর্ড হতে Ctrl+A চাপলে সকল ফাইল গুলো উপরের চিত্রের নেয় মার্ক হয়ে যাবে। তার পর কিবোর্ড এর Delet বাটনটি প্রেস করলেই আপনার সকল ফাইল নিম্নের চিত্রের মত Delet হয়ে যাবে। এই ভাবে আপনি সবগুলো কাজ করতে পারবেন।
➤ %Temp%
➤ Temp
➤Recent
➤prefetch
➤Tree
⏯এই শব্দগুরো
আপনি আপনার রান (Run) কমান্ডে লিখে Enter করলে আপনার সামনে প্রতিটির ফাইলগুরো হাজির
হবে সেগুরোকে মার্ক করে কেটে দিতে হবে। এরূপ করে যদি দিনে পাঁচ থেকে ছয় বার পরিক্ষার
করেন তাহলে আপনার কম্পিউটারের গতি আগের চাইতে ১০% বৃদ্ধি পাবে।
0 Comments