ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার এখান নতুন সাজে নতুন উম্মাদনায় ।


#_ডিজিটাল_কম্পিউটার_ট্রেনিং_সেন্টার একটি উন্নত মান সমৃদ্ধ অভিনব প্রযুক্তির সমন্নয় গঠিত ও পরিচালিত প্রতিষ্ঠান। আমার আছে দক্ষ প্রশিক্ষক, তিনি সর্বক্ষণ সকল ছাত্র-ছাত্রীদের তত্ত্বাবধান করেন। ছাড়াও আমাদের এখানে সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সকল কম্পিউটারের সমস্যা সমাধান করানো হয়।

ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার
#_ডিজিটাল_কম্পিউটার_ট্রেনিং_সেন্টার এখন নতুন সাজে সকল শিক্ষার্থি ভাই ও বনেরা আপনাদের সকলকে বলছি চলে আসুন ভর্তির জন্য আপনাদের সকলের জন্য আছে সু-ব্যবস্থা । প্রত্যকের জন্য আলাদা আলাদা কম্পিউটার ও অভিজ্ঞ শিক্ষক। দ্রুত যোগাযোগ করুন।

#_বর্তমান_সময়_কম্পিউটার সকল কর্মক্ষেত্রে প্রয়োজন, তাই সকলের বাধ্যতামূল ভাবে কম্পিউটার শিখতে হবে। একটি সঠিক সিদ্ধান্ত বদলে দিবে আপনাকে! পরিবর্তন করতে পারে আপনার কর্মজীবন সুতরাং আর দেরী নয়, চলে আসুন প্রশিক্ষণ গ্রহন করতে ।



৩ (তিন) মাসে মাত্র ৩,৬০০/- টাকায় আপনি সম্পূর্ণ অফিস প্রোগ্রামসহ আকর্ষনীয় মোট ১০টি প্রোগ্রাম শিখুন ।

#_১০টি_গ্রোগ্রামের_মধ্যে_যা_যা_থাকবেঃ

১. এম.এস ওয়ার্ড।
২. এম.এস এক্সেল।
৩. এম.এস পাওয়ার পয়েন্ট । 
৪. প্রবলেম সোলেশন অফ অফিস প্রোগ্রাম। 
৫. ফান্ডামেন্টাল / কম্পিউটার বেসিক প্রোগ্রাম।
৬. কম্পিউটার হার্ডওয়্যার ইনেস্ট্রাকশন।
৭. কম্পিউটার সফটওয়্যার ইনেস্ট্রাকশন। 
৮. টার্চ টাইপ বেসিক (বাংলা এবং ইংরেজী)। 
৯. ছবি/ সিভি/ যে কোন ডকুমেন্ট স্ক্যনিং।
১০. ই-মেল ব্রাউজিং, সাইন-ইন, ডাটা আপলোডিং এন্ড ডাউনলোডিং সিস্টেম।

এ ছাড়াও অন্যান্য প্রশিক্ষন সমূহ নিম্নরূপঃ-

#ক্রঃনং____কোর্সের নাম____________টাকার পরিমাণ

০১ এডোভি ফটোশপ = ৫০০০/- টাকা
০২ এডোভি ইলাস্ট্রেটর = ৫০০০/- টাকা
০৩ গ্রাফিক্স ডিজাইন = ৮০০০/- টাকা
০৪ ওয়ার্ড প্রেস ডেভোলবমেন্ট = ৮০০০/- টাকা
০৫ ভিডিও এ্যাডিটিং = ৫০০০/- টাকা
০৬ ডাটা এ্যান্টি = ২৫০০/- টাকা
০৭ ইন্টারনেট ব্রাউজিং = ২৫০০/- টাকা
============================== 
#__আগে_আসলে__আগে__পাবেন......!!!

সম্পূর্ণ টাকা এক কালীন অথবা দুই ভাগে দিতে পারবেন। অন্যথায় আলোচনা করে নিতে পারেন।

#_দ্রুত_যোগাযোগ_করুন। 

ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার।

হিরণ কমপ্লেক্স, মরকুন টি এন্ড টি গেইট, (দি সিটি জেনালে হাসপাতালের নিচে ২নং দোকান) টঙ্গী,গাজীপুর।
মোবাইলঃ ০১৯১৮১৫৪৭৫৬।
E-mail: dctc2014@gmail.com



Post a Comment

0 Comments